শার্শায় দরিদ্র ও দুস্ত পরিবারের মাঝে ছাগল বিতরন

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামে যাকাত ভিত্তিক দারিদ্র মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে দরিদ্র ও দুস্ত পরিবারের মাঝে ছাগল বিতরন করেন ভবারবেড় যুব সমাজ।

সোমবার (৩ জুন) বিকালে ভবারবেড় গ্রামের মসজিদ প্রাঙ্গনে ছাগল বিতরন অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।

এসময় ভবারবেড় মসজিদ ভিত্তিক যাকাত ফান্ডের মাধ্যমে ৩২ অসহায় পরিবারের হাতে ছাগল তুলে দেন ভবারবেড় যুব সমাজের সদস্যরা।

তারা জানান, আমরা গ্রামের দরিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে যাকাত ফান্ড তৈরি করেছি। এ যাকত ফান্ডের মাধ্যমে গ্রামের বৃত্তবানদের সহোযোগিতায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করে আমরা খুবই আনন্দিত। ভবারবেড় যুব সমাজের সদস্যরা সমগ্র বাংলাদেশের যুবক দের নিজ নিজ এলাকায় দরিদ্র পরিবারের পাশে দাড়ানোর আহ্বান জানান। তারা আরো জানান, এই ভাবে যদি বাংলাদেশর প্রতিটা শহর ও গ্রামে বিত্তবানরা দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ায় তাহলে একদিন বাংলাদেশকে দরিদ্র মুক্ত করা সম্ভব বলে মনে করেন।

শাহাবুদ্দিন আহমেদ
বেনাপোল যশোর।
০১৭১৬৬৯৮০৬২/০১৯৮৬৯০৮৬৭১
তাং ০৩/০৬/২০১৯

Please follow and like us: