শার্শা সিমান্তে বিজিবি অভিযানে ৩৫ পিস স্বর্নের বার, প্রাইভেট কার ও মোটর সাইকেল সহ আটক-২

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: শার্শার গোগা সীমন্ত থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ টি স্বর্নের বার, ১ টি প্রাইভেট কার ও ১ টি মোটর সাইকেল সহ ২ জন কে আটক করেছে। ২১ বিজিবির সদস্যরা।

 

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালের দিকে শার্শার রুদ্রপুর গ্রামের বিলপাড়ার কালভার্টের পাশ থেকে এসব চালানগুলো আটক করা হয়।

 

খুলনা (২১)ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি প্রাইভেট সহ মোটর সাইকেল যোগে বিপুল পরিমান স্বর্ন এ পথে ভারতে পাচার হবে। সেই মোতাবেক আমার ব্যাটালিয়নের সদস্যরা রুদ্রপুর সীমান্তে অবস্থান নেন। পরক্ষনে প্রাইভেট কার ও মোটর সাইকেল  আসলে আসামীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। কিন্ত প্রাইভেটে থাকা দু আসামী সহ বিশেষ কসটেপ দিয়ে মোড়ানো স্বর্নের বার গুলো উদ্ধার করা হয়। চোরাকারবারীরা এ সিমান্ত পথে স্বর্নের বারগুলো পাচার করতে চেয়েছিল।

আটককৃত আসামীরা হলেন,শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত : নুরবক্সের ছেলে আতিয়ার রহমান (৪৫),ও আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৩২)।

 

আটককৃত স্বর্নের সিজার মুল্য ৩কোটি ৮৬ লক্ষ৭৯ হাজার ৯ শত টাকা, প্রাইভেটকারের সিজার মুল্য ২০ লক্ষ ও মোটর সাইকেলের সিজার মুল্য ২ লক্ষ ২০ হাজার টাকা।

আটককৃত মালামাল সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২৬ (ছাব্বিশ) বারে ২৫ জন আসামীসহ সর্বমোট ৮০ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৬২,৬২,৬৫,৭০০/- (বাষট্টি কোটি বাষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত) টাকা।

Please follow and like us: