নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : গত বৃহস্প্রতিবার রাতে ঘটে যাওয়া ঘর্ণিঝড় আম্পানের তান্ডবে, যশোর সদরে রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর ও মনিরামপুর মহা সড়কের বেহাল অবস্তাহ সতীঘাটা কামালপুরের পাকা সড়কের উপরে,পরে আছে বড় রেন্টি গাছের কিছু অংশো এবং ঘুর্ণিঝড়ে’র তান্ডবে সড়কের রাস্তার পাসে থাকা একটি মেহেগুনি গাছ ভেঙ্গে পড়ে থাকায় এখন ঐ স্থান গুলি বিপদ জনক হয়ে আছে।এলাকাবাসি বলেন।এ অবস্হায় জেকোন মুহুর্তে ঘটেজেতে পারে বড় ধরনের দুর্গটনা দুর্তো মেরামত করার ও রাস্তায় পরে থাকা গাছের অংশো গুলি দুর্তো ভাবে সরিয়ে নেয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসি।
Please follow and like us: