সব পুরুষই খোলামেলা পোশাকে ঋতুপর্ণাকে চায়-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর বিনোদন ডেস্ক:   সম্প্রতি খোলামেলা পোশাকে স্যুইমিংপলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঋতুপর্ণার। এমন র’গরগে পোশাকে অভিনেত্রীকে আগে খুব একটা দেখা যায়নি। তাই নেট দুনিয়ায় তৈরি হয়েছে প্রবল আলোড়ন। ছবিটি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর থেকে নানা সমালোচনা করছেন নেটিজনরা।

 

আকাশী নীল অ্যানিম্যাল প্রিন্টেড মনোকিনিতে স্যুইমিং পুলে তিনি। মনোকিনির উপর স্বচ্ছ শ্রাগ। তার রংও হালকা নীল। এই পোশাকে পড়ে সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন তিনি নিজেই। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রিফ্রেশড ইন ব্লুস।’ সত্যিই সতেজ হওয়ার মতোই ছবি। সদ্য মুক্তি পাওয়া ছবি ‘বিদ্রোহিনী’তে আইপিএস অফিসারের ভূমিকায় ঋতুপর্ণা নজর কেড়েছেন অনুরাগীদের। মার্চেই আসতে চলেছে ঋতুপর্ণার আরেকটি ছবি ‘পার্সেল’।

Please follow and like us: