একাত্তর নিউজ ডেস্ক :
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদণ্ডা গ্রামের মেয়ে সুতপা মণ্ডল। বয়স ১২ বছর। পড়ছেন সপ্তম শ্রেণীতে। সম্প্রতি লতা মঙ্গেশকরের ‘যা রে যা রে উড়ে যা রে পাখি’ শিরোনামের গানটি গেয়ে ভাইরাল হন সুতপা। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তার কণ্ঠের প্রশংসা।
এবার এই মেধাধী গায়িকা প্রথমবার গাইলেন মিউজিক ট্র্যাকে। তাও আবার কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে। বলা যেতেই পারে, ক্যারিয়ারের প্রথম মৌলিক গানের স্মরণীয় শুরু। গানের শিরোনাম ‘মুখোমুখি’। এর কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। বৃহস্পতিবার মগবাজারের কিশোরের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
এ গান প্রসঙ্গে সুতপা বলেন, ‘গানটি গাওয়ার সময় প্রথমে ভয় পাচ্ছিলাম। পরবর্তীতে ভয় কাটিয়ে ভালোভাবেই গানটি গাইতে পেরেছি। কবির বকুল স্যার এবং কুমার বিশ্বজিৎ স্যার আমাকে গানটি গাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার জন্য সবাই দোয়া করবেন।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘ফেসবুকে আমি তার গান শুনেছি। লতাজির কতো কঠিন গান সে সাবলীলভাবে গেয়েছে। তার গায়কী শুনে আমি মুগ্ধ হয়েছি। তবে প্রথমেই তার সঙ্গে গান করবো ভাবিনি। পরে অনেকেই বলছেন, তাকে নিয়ে কিছু একটা করার জন্য। এরপরই গানটি করলাম।’
আসছে পূজায় গানছবি এন্ডারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘মুখোমুখি’।