হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে সাবেক এমপি মনিরের শোক-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক, একাত্তর নিউজ ২৪:

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লা (৮২) মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন যশোরের সাবেক এম পি (যশোর-২) এড,মনিরুল ইসলাম মনির।

আজ বুধবার সকাল ১০ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি শোকবার্তায় বলেন, বর্ষীয়াণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুদীর্ঘকাল তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর বিয়োগে আওয়ামী লীগ  এক শক্তিশালী ও বিশ্বস্ত কর্মীকে হারিয়েছে।

সাবেক এই এম পি মনির তাার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার  শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, হাবীবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। স্ত্রী ও ছয় সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

জাতীয় সংসদ সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা,

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (৭৮) গত ২৭ শে মার্চ থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গত সাতদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ বুধবার সকাল আনুমানিক ১০ টায় ইন্তেকাল করেন-

তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও  ২০১৮ সংসদে মোট৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।বর্ষীয়ান এই রাজনীতিবিদ স্ত্রী, ছয় সন্তান রেখে গেছেন। তাঁর বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা, ডেমরা থানা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।

উল্লেখ্য: ১০ম সংসদে (২০১৪-২০১৮)

আমি ভৌগোলিকভাবে যে আসনে বসতাম

মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংসদ অধিবেশন শেষে

যে লবির করিডোর দিয়ে বেরিয়ে যেতেন ঐ সময় ঐ করিডোরের খুবই কাছ থেকে তাঁকে সালাম দেয়ার বিরল সুযোগ পেতাম।

যেখানে দাঁড়িয়ে সালাম দিতাম ঠিক পাশের আসনেই বসতেন বর্ষীয়ান এই জননেতা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা এমপি। সেই সুযোগে পাশ ফিরে উনার পাশের আসনে বসে বহুদিন, বহুবার সালাম ও কুশল বিনিময় করার সুযোগ পেয়েছি।

মহান জাতীয় সংসদে প্রথমবার নবীন সংসদ সদস্য হিসেবে ভাল বক্তৃতা করার কারণে তিনি আমার বক্তৃতার প্রশংসা করতেন এবং অভিভাবক সুলভ আদর স্নেহ ভালোবাসার পরশ দিতেন।

করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকায় আমার ১০ম সংসদের প্রবীণ এই সহকর্মীর জানাজা নামাজে শরিক হতে না পারা একটা মনের ভিতর ভিশন কষ্ট থেকে গেল।

Please follow and like us: