১০বছর পর বাবা হলেন তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজার শামীম হোসেন -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক:

লকডাউনের মাঝেই খুশির সংবাদ। বাবা হলেন তিতাস গ্যাাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোং  এ-র ডেপুটি ম্যানেজার শামীম হোসেন। ২৬ মে মঙ্গলবার সকালে ঢাাকার উত্তরার লুুুবনা জেনারেলে হাসপাতালে তার স্ত্রী

 

রেশমা খাতুুন পুত্র সন্তানের জন্ম দেন। পুত্র হওয়ায় খবরটি গণমাধ্যমকে উচ্ছ্বসিত খুশির প্রতিক্রিয়ায় জানিয়েছেন  ছেলেলের বাবা শামীম হোসেন।ছেলের নাাম দিিয়েছেন আহনাফ ফাইয়াজ আবির।

উল্লেখ্য, শামীম বলেন, স্বামী স্ত্রী হিসাবে সংসার জীবনে পা রাখার পর দীর্ঘ ১০ বছর পর আমাদের প্রথম সন্তান হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন  এর নিকট কৃতজ্ঞ ও খুশি।স্ত্রী ও ছেলে দুজনে  সুস্থ আছে।

 

Please follow and like us: