‌বেনা‌পো‌ল পুলিশের অভিযানে ৭শ ৫০ গ্রাম গাজাসহ আটক ২

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, ‌বেনা‌পোল :  ‌বেনা‌পোল পোর্ট থানার বিউ‌টি ও জ‌লিল না‌মে দুইজন মাদক ব্যবসায়িক কে ৭শ ৫০ গ্রাম গাজা সহ আটক ক‌রে‌ছে পু‌লিশ।

‌সোমবার সন্ধ্যা ৭ টার সময় সাদীপুর বেলতলার মোড় থেকে বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ তা‌দের আটক ক‌রে।

আটককৃতরা হ‌লো বড়আঁচড়া গ্রা‌মের সুলতা‌নের ছে‌লে আব্দুল জ‌লিল ও একই গ্রা‌মের আবু মুছার স্ত্রী বিউ‌টি খাতুন।

‌বেনা‌পোল পোর্ট থানার এসআই জা‌কির হো‌সেন ব‌লেন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সা‌দিপুর বেলতলা সা‌ড়ে সাত শ গ্রাম গাজা সহ তা‌দের আটক করা হয়।

এ ব্যাপা‌রে ও‌সি মামুন খান ব‌লেন
আটককৃত‌দের মাদক মামলা দি‌য়ে য‌শোর আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

Please follow and like us: