এক ওষুধের দাম ১৮ কোটি টাকা

এক ওষুধের দাম ১৮ কোটি টাকা

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক :  এক ওষুধের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা। ভাবা যায়! ওষুধের নাম জোলজিন্সমা। মূলত স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ) নামক স্নায়ুর জিনগত রোগের থেরাপি এটি। সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভার্টিসের তৈরি এ ওষুধ যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে সম্প্রতি। এককালীন চিকিৎসায় ব্যবহৃত এ ওষুধের দাম ২১ লাখ ডলার যা চিকিৎসাবিজ্ঞানে এখন পর্যন্ত সর্বোচ্চ।

দুই বছরের কমবয়সি যেসব বাচ্চাদের এসএমএ রয়েছে, তাদের ওপর জোলজিন্সমা ব্যবহারে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। যারা ইতোমধ্যে এসএমএ রোগে আক্রান্ত, আর যাদের ক্ষেত্রে ভবিষ্যতে এ রোগের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো ক্ষেত্রেই এই থেরাপি প্রয়োগ করা যাবে। এসএমএ’র মতো জিনগত রোগে প্রতিবছর অনেক বাচ্চা আক্রান্ত হয়। এই রোগে পঙ্গুত্ব, শ্বাসের সমস্যা তো বটেই, মৃত্যুও হতে পারে। এই থেরাপিতে, ভাইরাসের মাধ্যমে স্বাভাবিক সার্ভাইভাল অফ মোটর নিউরন ১ জিন শরীরের ত্রুটিযুক্ত জিনকে প্রতিস্থাপন করে। নোভার্টিস সংস্থার কর্মকর্তাদের দাবি, কমপক্ষে ১৫০ জন রোগীর ওপর তারা এই থেরাপি প্রয়োগ করেছে। জন্মের পর পরই এই থেরাপি দেওয়া হলে প্রায় সম্পূর্ণ রোগমুক্তির সম্ভাবনা রয়েছে। গার্ডিয়ান।

Please follow and like us: