আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : সেবক যশোর জেলা শাখার আয়োজনে শনিবার সকালে ঝিকরগাছা বিএম হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ‘দূষিত বায়ু কমায় আয়ু, নির্মল বায়ু বাড়ায় আয়ু’ এই স্লোগানের মধ্যদিয়ে সেবক সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা মাহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার তদন্ত অফিসার শেখ আবু হেনা মিলন, দেশের ৪ বার জাতীয় পরিবেশ সনদপ্রাপ্ত সেরা উদ্ভাবক ও সেবক সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সেবক সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গফুর সরদার, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আইয়ুব হোসেন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এবিএম রবিউল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিকরগাছা বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক আতিয়ার রহমান ও রোজি মৃধা।