সাঈদ ইবনে হানিফঃ- সকাল থেকেই উপজেলার বাসুয়াড়ী এবং বসুন্দিয়া ইউনিয়নে কঠোর লকডাউন চলছে। উত্তরে চাড়াভিটা বাজার এবং দক্ষিণে বসুন্দিয়া ও ঘুনি বাজার সংলগ্ন ব্রিজের ওপর বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে ফলে জনসাধারণ তাদের নিত্য ও জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে বাধা গ্রস্ত হচ্ছে। এলাকা ঘুরে দেখা যায়, স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণের মাঝে তেমন কোন প্রতিক্রিয়া নেই। তাদের ভাব দেখে মনে হচ্ছে করোনা সংক্রমনের ব্যাপারে তারা এখনও অচেতন রয়েছে । শুধু তাই নয়, সরেজমিনে, এসব এলাকায় সংশ্লিষ্ট কতৃপক্ষ বা জনপ্রতিনিধিদের কাউকে সচেতনতা তৈরি বা স্বাস্থ্য সামগ্রী প্রদান করতে দেখা যায়নি। এসব এলাকায় গ্রাম ডাক্তারদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি পরিবারে সদস্য জর, ছর্দি, কাশিতে ভুগছে। এধরণের লক্ষন নিয়ে এলাকায় ইতিমধ্যে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে, তবু্ও মানুষের মাঝে তেমন কোন প্রতিক্রিয়া নেই। তবে স্বচেতন মহল বলেছেন, আতংক সৃষ্টি না করে জনসাধারণের মাঝে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা উচিত।
বাঘারপাড়া- বসুন্দিয়া চলছে কঠোর লকডাউন আতঙ্ক নয়,প্রয়োজন সচেনতা-71news24
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: