জুয়েল রানা আব্বাসী, ৭১ নিউজ ২৪ : বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে । ভারতে পাচার হওয়া ৬ নারী।
গত বুধবার (১১ মে) সন্ধ্যা ৬ টার সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।
দেশে ফেরত পাঠানো নারী সদস্য হল, ঢাকার জব্বার খানের মেয়ে জারা খান ( ২১ ), শেরপুর জেলার জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার ( ২১ ), ঢাকার আবিদ মিয়ার মেয়ে সীমু রহমান ( ২২ ), যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের গফফার আলীর মেয়ে জরিনা বেগম ( ২৩ ), মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা রায় ( ২২ ), ঢাকার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার ( ২০ )।
বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহমেদ জানান , ভালো কাজের আশায় তারা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। এবং সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে গ্রেফতার হয়ে তারা জেলে যায়। এরপর তারা দুই থেকে তিন বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর রাইটস এর এরিয়া কোয়ার্ডিনেটর মুহিদ চৌধুরী বলেন, পাচার হওয়ার শিকার নারীদের বেনাপোল থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর নিয়ে শেল্টার হোমে রাখা হয়েছে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।