মহাজন – এম. এম. মাহাদী হাসান

http://www.71news24.com/2019/03/18/1128

মহাজন – এম. এম. মাহাদী হাসান

শুধুমাত্র পেটের দায়ে

জীবনটাকে বেঁচে দিয়েছি

মহাজনের কাছে।

মহাজন, তিনি যে মহা এক জন

তাহার দয়ায় এখন চলছে এ

জীবন!

মাথা নত করে অতি বিনয়ী

আদবে,

মহাজনের আদেশ মানি অক্ষরে

অক্ষরে।

ভুল ত্রুটি যেন কিছুটি না হয়,

মহাজন যেন সন্তুষ্ট থাকেন

সবসময়।

তাহার হাতে ভালো থাকা, না

থাকা,

সন্তুষ্টির গ্রাফ তার খুবই

আঁকাবাঁকা!

সারা দিন রাত তাহার তরে ছুটি,

মহাজনের হাতে আমার রুজি

রুটি!

পেট কেন তুমি দিলে হে বিধাতা?

পেট না থাকলে তোমায় ডাকতাম

সর্বদা,

মহাজনের ভাবনায় তোমাকে যাই

ভুলে,

কাহার কাছে চাইবো বলো,

তোমার কাছে?

না কি মহাজনের কাছে ?

Please follow and like us: