কুড়িগ্রামে প্রস্তাবিত “শেখ হাসিনা মডেল মহিলা ও শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজ’র শুভসূচনা

http://www.71news24.com/2019/03/18/1128

কুড়িগ্রামে প্রস্তাবিত”শেখ হাসিনা মডেল মহিলা মহাবিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজে”র শুভসূচনা

একাত্তর নিউজ, কুড়িগ্রাম প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প ” আমার গ্রাম আমার শহর ” প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার ১নং পাথরডুবি ইউনিয়নে ৫ই নভেম্বর রবিবার বিকাল ৫টায় এলাকার শিক্ষানুরাগীদের অনুপ্রেরণায় প্রস্তাবিত  “শেখ হাসিনা মডেল মহিলা মহাবিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজের নামকরন করেন জমি দাতা আলহাজ্ব এস এম শফিকুল গনি এবং তার সহধর্মিনী মিসেস শাহানাজ গনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ হাসমত আলী বিডিআর (অবসরপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,  ৭ নং ওয়ার্ড, পাথরডুবি ইউনিয়ন। মোঃ আবুল হাশেম, প্রধান শিক্ষক, পাথরডুবি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ মুহাম্মদ আব্দুল হাতেম, প্রধান শিক্ষক, দক্ষিণ পাথর ডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় হুজুর পাথরডুবি ঢেবঢেবি বাজার কিসমত কুলসুম কওমি, নূরানী ও হাফেজি মাদ্রাসা এবং ছোট হুজুর মাওলানা মোঃ আব্দুল মালেক,

মোহাম্মদ নাজমুল হোসেন আহ্বায়ক , বাংলাদেশ ছাত্রলীগ, পাথর ডুবি ইউনিয়ন, মোঃ হুমায়ুন কবির ( হিরো ) যুগ্ম আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, পাথর ডুবি ইউনিয়ন। মোঃ ছলিম উদ্দিন , সাবেক ইউপি সদস্য, ৭ নং ওয়ার্ড , ডাক্তার মোঃ নজরুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আতিউর রহমান, মোঃ আব্দুর রশিদ সহ এলাকার আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষানুরাগী শফিকুল গনি বলেন,১০০ শতাংশ জমির উপর নির্মিত হবে শেখ হাসিনা মডেল মহিলা মহাবিদ্যালয় এবং ২৮ শতাংশ জমির উপর নির্মিত হবে শেখ ফজিলাতুন্নেছা টেকনিক্যাল কলেজ। সমগ্র বাংলাদেশ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প “গ্রাম হবে শহর” ১৫ টি গ্রাম নির্বাচিত হয়েছে। তার মধ্যে পাথর ডুবি গ্রামটি রয়েছে। যাহার সম্ভাব্য নির্মাণ ব্যয় ৮০০ কোটি টাকা। নিঃসন্দেহে পাথরডুবি গ্রামবাসী অনেক ভাগ্যবান। আমি অত্র এলাকার সকল মানুষের সম্পৃক্ততায় কলেজ দুটি কে এগিয়ে নিয়ে যেতে চাই।

Please follow and like us: