যশোরে আফিল এগ্রো লিমিটেডের সুলভ মূল্যে পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রির উদ্বোধন 

http://www.71news24.com/2019/03/18/1128

যশোরে আফিল এগ্রো লিমিটেড সুলভ মূল্যে
পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রির উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:
রজমান মাসে বাজার সহনীয় রাখতে সুলভ মূল্যে পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে আফিল এগ্রো লিমিটেড। সোমবার শহরের চাঁচড়া মোড়ে আফিল
গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ, মৎস্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক,যশোর সরকারি হাস-মুরগি খামারের উপপরিচালক কৃষিবিদ বখতিয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম, যশোর আঞ্চলিক কৃষি বিভাগের উপপরিচালক ড, মোশারফ হোসেন, জেলা মার্কেটিং কর্মকর্তা কিশোর কুমার, সদর
উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা: মো: ফারুক হোসেন, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু প্রমুখ।
আফিল এগ্রোর কর্মকর্তা মামুনুর রশিদ জানান, বাজারে পোল্ট্রি মুরিগির কেজি ২শ টাকা দ্বরে বিক্রি হচ্ছে। সেখানে আমরা সুলভ মূল্যে ১৭৫ টাকা দ্বরে
বিক্রি করছি। একই সাথে মুরগির ডিম বিক্রি করা হচ্ছে ১০ টাকা পিস হিসেবে।যেখানে বাজারে সাড়ে ১১ টাকা থেকে ১২ টাকা পিস বিক্রি হচ্ছে।
যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক জানান, বাজার মূল্যের চেয়ে এখানে ক্রেতারা কেজিতে ২৫ টাকা কম দামে কিনতে পারছেন। একই সাথে ডিমও বাজারের চেয়ে দেড় থেকে দুই টাকা কমে প্রতি পিস ডিম পাচ্ছেন।এতে করে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। এজন্য আমরা আফিল এগ্রোকে ধন্যবাদ জানাই।
আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আফিল গ্রুপ শুধু মানাফা করার জন্য ব্যবসা করেনা। রমজান মাসে মুরগি ও ডিমের দাম যাতে সহনীয় থাকে সেজন্য আমরা সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি শুরু করেছি। অবিষ্যতেও আমাদের
এই ধারা অব্যাহত থাকবে।

Please follow and like us: