যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত এক ঘন্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক 

http://www.71news24.com/2019/03/18/1128
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত এক ঘন্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক 
যশোর প্রতিনিধি:
যশোর বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় এক ঘন্টা খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগিটি প্রথম‌‌ ট্রাকে রেখে দ্বিতীয় ট্রাক চালু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান,‌ প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাকে ঠেলে দেয়া হয়। এরপর দ্বিতীয় ট্রাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারাদেশের সাথে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
Please follow and like us: