যশোর সদরে বিনামূল্যে পাট ও ধান বীজ পেল ১৪৩০ কৃষক
যশোর প্রতিনিধি:
যশোর সদরে ১৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ।
যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩০০ জন কৃষককে এক কেজি করে পাট বীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১১৩০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। বিনামূল্য এসব কৃষি উপকরণ পেয়ে কৃষকরা খুশি প্রকাশ করেছেন।
Please follow and like us: