যশোরে শহীদ ডাক্তার জামিল আক্তার রতনের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত।
শেখ গফ্ফার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি শহীদ ডা: জামিল আক্তার রতনের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত।
বাংলাদেশ ছাত্রমৈত্রী যশোর জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১ টায় শহীদ কমরেড আইয়ুব এর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি শ্যামল শর্মা’র সভাপতিত্বে প্রধান অতিথির ব্যক্তব্য করেন কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক রাশেদ খান।
জেলা অর্থ সম্পদক অরুপ মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শহর কমিটির সদস্য কমরেড খবির শিকদার, পার্টি সদস্য দয়ানন্দ হালদার। ছাত্রমৈত্রী জেলা সহ- সভাপতি সুব্রত বিশ্বাস, রাজৈতিক সম্পাদক শুভ্র বিশ্বাস, অপু মল্লিক, বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।
প্রধাণ অতিথির বক্তব্যে রাশেদ খান শহীদ জামিল দিবসে ছাত্রমৈত্রী’র চার দফা দাবি তুলে ধরেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে শিক্ষার সাম্প্রদায়িক নীতি বিলুপ্ত কর।
দ্বাদশ শ্রেনী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক কর।জাতীয় বাজেটে শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮% বরাদ্দ দাও।কর্মমুখী শিক্ষা এবং শিক্ষা শেষে কর্ম নিশ্চয়তার দাবিয়ে ঐক্যবদ্ধ হও।
আলোচনা শেষে শহীদ জামিলের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।