বেনাপোলে টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্যারাকলে ৪

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন অাহম্মেদ,বেনাপোল  : 

যশোর বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে পল্লী টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) রাতে বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- জীবননগরের আশতালাপাড়া গ্রামের সৌরভ হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল (২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (২০), তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ্বাস (২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শীতল হোসেন (২০)। তারা নিজেদের পল্লী টিভি নামে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক বলে দাবি করেছেন।

বেনাপোলের রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম জানায়, পল্লী টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে ওই চার যুবক ক্লিনিকে এসে সাংবাদিক পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এসময় তারা পুলিশে খ
বর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও চাঁদাবাজির কিছু টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please follow and like us: