শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে নিয়োজিত এআরও আশিক এর বিরুদ্ধে বেপরোয়া ঘুষ,দুর্নিতীর অভিযোগ করেছে পাসপোর্ট যাত্রী সেলিনা খাতুন । তার পাসপোর্ট নং (বিকে- ০৩৫৬০০৪ )।
শনিবার বিকাল ৫ টার সময় যশোর নতুন হাট এর পাসপোর্ট যাত্রী সেলিনা খাতুন অভিযোগ করে বলেন, আমি ভারত থেকে ফেরার পথে বেনাপোল চেকপোষ্টে কাস্টমস কেন্দ্রে প্রবেশ করি। আমার কাছে আমার বাচ্চার একটি খেলনা সাইকেল ছিল। স্ইাকেল দেখে বলে এটি ডিএম করুন। আমি আমার ছেলের কথা বললে কাস্টমস এআরও আশিকও বিজন কুমার দাস আমার কাছে তিন হাজার টাকা দাবি করে। আমি এ টাকা দিতে অস্বীকার করলে আমাকে ২ ঘন্টা আটক রেখে খারাপ ভাষায় কথা বলে। আশিক আমাকে বেয়াদপ বলে লোকজনের সামনে অপমানিত করে।
স্থানীয় সুত্র জানায় প্রতিদিনতো কমপক্ষে ৫০ টির ওপরে সাইকেল এ পথে আসে। হঠাৎ কস্টমস সাধু হলো কেন ? সুত্রটি বলে গত দুই দিন যাবৎ কাস্টমস এর ডেপুটি কমিশনার জাকির হোসেন বেনাপোল চেকপোষ্টে উৎকোচ নেওয়া নিয়ে কড়াকড়ি আরোপ করায় এআরও বিজন ও আশিক ঘুষ নিতে না পারায় তারা পাসপোর্ট যাত্রীদের সাথে খারাপ আচারন করছে।