শেখ গফ্ফার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বৃষ্টি’র মাস আষাড় গেল শ্রাবণের আজ তিনদিন, বৃষ্টি এবং পাহাড়ী ঢলে যখন দেশের বেশিরভাগ জেলাগুলোতে মানুষের ভয়াবহ দুর্ভোগ চলছে ঠিক সেই মুহুর্তে যশোর, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল সহ দেশের দক্ষিণ-পশ্চিম আঞ্চলে
মাঝে-মধ্যে মৌসুমি মেঘ জমলেও সামান্য বৃষ্টিপাতে তা মিলিয়ে যাচ্ছে।
এসব জেলা গুলোতে ঘুরে দেখা যায়, তিব্র গরমও তাপদহে মানুষেরা রোগাকান্ত হচ্ছেন, গরমে ডাইরিয়া, শাসকষ্ট, নিউমোনিয়াসহ অনন্য রোগের দুর্ভোগ দেখা দিয়েছে।
মস্যঘের, পুকুর, খাল, বিলে কোন পানি নেই বললেই চলে।
মস্য চাষাবাদে বাধাগ্রস্ত হচ্ছেন মাছ চাষিরা।
এ আবস্থায় কৃষকগোষ্ঠী রোপা-আমন ধান চাষ করতে বাধাগ্রস্ত হচ্ছেন।
এ ধারা অব্যাহত থাকলে এমৌসুমে ধান চাষ বন্ধ হয়ে যেতে পারে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে।
যা দেশের মোট খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।