আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুলের মাঠে সোমবার সকাল সাড়ে ৯টার সময় “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে মধ্যদিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনেরাল অবসরপ্রাপ্ত ডাক্তার নাসির উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) ইসমত আরা পারভিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী (প্রাথমিক) বিপুল মল্লিক, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মাহবুব হাসান বরি, পৌর কাউন্সিলরগণ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। খেলায় রেফারীর ছিলেন, গোয়াল হাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: লতিফি, কৃষ্ণনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুরজ্জামান, মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল বাশার ও ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তারিক হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) সাইফুল ইসলাম।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলায় দিনে ৪ দলের মধ্যে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার ফলাফলে বালক পর্বের খেলায় রানার্স আপ কৃষ্ণনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-১ ট্রাইবেকার গোলে হারিয়ে চাম্পিয়ান হয়েছেন মাটিকুমড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বালিকা পর্বের খেলায় ঝিকরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-৩ ট্রাইবেকার গোলে হারিয়ে চাম্পিয়ান হয়েছেন মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।