একাত্তর নিউজ ডেস্ক :
সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল শুরু হয়েছে।
শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি লাইনে তোলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Please follow and like us: