যশোর প্রতিনিধি,,যশোর-৩ আসনে নৌকার প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদের স্ত্রী ডা. এালিহা মান্নান আহমেদ। শুক্রবার উপশহর ইউনিয়নের বিভিন্ন সেক্টর ও বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, মহিলা লীগনেত্রী লাইজু জামানসহ উপশহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে, শুক্রবার বেলা ১১টায় যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন কাজী নাবিল আহমেদ। গণসংযোগকালে তিনটি কর্মী সমাবেশে কাজী নাবিল আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর আমাদের মহাপরীক্ষার দিন। আমাদের প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের এই কয়টা দিন নিরলস পরিশ্রম করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন- ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর মতো কোনও শক্তি নেই। আমরা যদি বাকি ৮টি দিন একটু পরিশ্রম করি, তাহলে যশোরে নৌকার বিজয় সুনিশ্চিত।
বলেন, যশোরে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আমাদের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার যশোর সদরসহ ছয়টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নিরলস পরিশ্রম করছেন। যশোর পৌরসভায় মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুও যশোর পৌর এলাকায় নৌকার পক্ষে দিনরাত ব্যাপক গণসংযোগ করছেন।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর শহরের টিবি ক্লিনিক মোড়, রেলবাজার, সিঅ্যান্ডবি মোড়, আশ্রম রোড, ইসহক সড়ক, জমাদ্দারপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে শংকরপুর এলাকায় গণসংযোগ করেন।