যে কারণে সুযোগ পেলেন না মুস্তাফিজ-ইমরুল

http://www.71news24.com/2019/03/18/1128

দেশসেরা ওপেনার তামিম ইকবাল ছুটি নেওয়ায় অনেকটা ধরেই নেওয়া হয়েছিল যে, ওপেনিং পজিশনের জন্য ইমরুল কায়েসকে নির্বাচন করা হবে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই অভিজ্ঞ এই ওপেনার। অন্যদিকে দলের পেস আক্রমণে এখন নেতৃত্বের জায়গায় আছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু চট্টগ্রাম টেস্টের দলে তারও সুযোগ হয়নি। বাড়তি স্পিনার হিসেবে নেওয়া হয়েছে মোসাদ্দেককে। প্রধান নির্বাচক অবশ্য এই দুজনের না থাকার কারণ ব্যখ্যা করেছেন।

আজ শুক্রবার দল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্পে পিঠে ব্যথা পেয়েছে মুস্তাফিজ, তবে সেটা সেভাবে আমলে নেয়া হয়নি। গতকাল (বৃহস্পতিবার) সমস্যাটা ভালোমতো খেয়াল করা গেল। যেহেতু একটি মাত্র টেস্ট, এরপর সাদা বলে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ এবং সামনে ভারত সফর আছে, তাই মুস্তাফিজকে নিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।’

ইমরুল কায়েসের কোনো চোট না থাকলেও তিনি পারিবারিক সমস্যায় ভূগছেন। একমাত্র ছেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। ছেলেকে নিয়েই এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে অভিজ্ঞ এই ওপেনারকে। যে কারণে প্রস্তুতি ম্যাচেও তিনি নেই। ইমরুলকে নিয়ে মিনহাজুল বলেন, ‘ইমরুল কায়েসের ছেলের ডেঙ্গু। তামিমের বিকল্প হিসেবে সে-ই ছিল আমাদের প্রথম পছন্দ। কিন্তু ছেলেকে নিয়ে এখন খুব ঝামেলায় আছে সে। প্র্যাকটিস ম্যাচও খেলতে পারেনি।’

Please follow and like us: