দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে সরকারি সফর শেষে দেশে ফিরলেন পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল
আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে টানা ৯দিনের সরকারি সফর শেষে ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল মঙ্গলবার রাতে তার নিজ এলাকায় ফিরেছেন এবং বুধবার তিনি অফিস করেছেন। দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের সফর শেষে দেশে ফিরে ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পদ একত্রিকরণ’ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন, আধুনিকমানের পর্যটন স্পট নির্মাণ, বিনোদন পার্ক, পরিবেশবান্ধব নিরাপদ পর্যটন জোন গঠনের অংশ হিসেবে ব্যাংককের বিভিন্ন দর্শনার্থীস্থানসহ প্রশিক্ষণার্থীদের সরেজমিন ধারণা গ্রহন করেছি এবং থাইল্যান্ডে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নগর উন্নয়ন প্রকল্পের রোল মডেল প্রশিক্ষণার্থীদের সম্মুখে উন্মোচন, পাশাপাশি সকলের জন্য বাসযোগ্য মডেল টাউন নির্মাণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সরোজমিনে ধারণা নিয়ে আমি দেশে ফিরে এসেছি। তিনি আরো বলেন, আমার ৯ দিনের অর্জিত প্রশিক্ষণের আলোকে আমি ঝিকরগাছা পৌরসভাকে সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করবো। আমি আমার এলাকার উন্নয়নে যা কিছু করা প্রয়োজন সবই করবো এবং ঝিকরগাছা পৌরসভাকে মেগাসিটি হিসেবে এলাকাবসীকে উপহার দেব।
এই জন্য আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা ও দোয়া কামনা করছি। উল্লেখ্য, ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালসহ দেশের বিভিন্ন পৌরসভার ২৬ জন মেয়র, একজন যুগ্ম সচিব, একজন সহকারী সচিব এবং স্থানীয় সরকার বিভাগের ৪ জন কর্মকর্তা গত ২৪ আগস্ট (শনিবার) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন এবং সেখান থেকে তাঁরা থাইল্যান্ডের উদ্দেশ্যে সফর করেন। সফরকারীরা ৫দিন দক্ষিণ কোরিয়া এবং ৩দিন থাইল্যান্ডে প্রশিক্ষণে অংশ নিয়েছেন।