আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস: যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিএম হাই স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল-২০১৯ (অনুর্ধ্ব-১৭ বালক) টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বাঁকড়া ইউনিয়ন একাদশকে ০-১ গোলো হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ চাম্পিয়ান হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার সময় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার (আইসিটি) অফিসার মো: মঈনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আরব আলী, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, ঝিকরগাছা উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, খেলায় টুণামেন্ট কমিটির সদস্য মহিউদ্দীন বিল্লা রুনু, খায়রুল হুদা রাসেল, মোস্তাফিজুর রহমান কামাল, আজাহার আলী,শামিম রেজা, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সহ সভাপতি একরামুল হক খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক,জাফরুল হক, ফিরোজ জামান তুলি, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাজমুল কবির শেভন, মোস্তাফিজুর রহমান মুন্না, শাহাদৎ হোসেন, আবুল বাশার, আরিফুজ্জামান সন্টু, ইমামুল হাবিব জগলু, নাঈমুর রহমান, হৃদয়, মিন্টু, কৌশিক, শান্ত, ফারুক, হান্নান, রাজা, সাজু সহ আরো অনেকে। ধারাভাষ্যে ছিলেন আবু রায়হান রাজ, সিরাজুল ইসলাম, আঃ রহিম মৃধ্যা ও রনি। ফাইনালখেলায় বাঁকড়া ইউনিয়ন একাদশকে ০-১ গোলো হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার আরিফ খান জয় ১টি গোল করে টুণামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে। এছাড়াও সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বাাঁকড়া ইউনিয়নের গোলকিপার কিরোন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল-২০১৯এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পূর্বে একই স্থানে ঝিকরগাছা উপজেলা একাদশ ও চেয়ারম্যান একাদশের মধ্যে প্রতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতি ম্যাচে উভয় পক্ষ একটি একটি করে গোল দিয়ে ম্যাচ ড্র করেন।