চৌগাছা (যশোর) থেকে: যশোরের চৌগাছায় লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বড় বড় মার্কেটে অবস্থান নেয়। এ সময় তারা দোকানে দোকানে গিয়ে লবণের দাম স্বাভাবীক রাখতে অনুরোধ করেন। আজ মঙ্গলবার সন্ধ্যাায় এ অভিনব কৌশলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ ও রুবের হোসেন। তারা লবণনের প্যাকেটের গায়ের মূল্যে লবণ বিক্রি করতে দোকানিদেরকে অনুরোধ করেন। এদিকে উপজেলা নির্বাাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের নির্দেশে থানা পুলিশ সদস্যরা বিকেলে দোকানে দোকানে পুলিশ অভিযান চালিয়ে শহরের দোকানে দোকানে বেশি দামে লবণ বিক্রি না করতে অনুরোধ করেন। এ সময় তারা বিভিন্ন দোকানে গিয়ে লবণের মজুতের খোঁজখবর নেন। ফলে খুবকম সময়ের মধ্যে চৌগাছা শহর থেকে লবণ গুজব বিদায় নেয়। পৌর শহরের নিরিবিলি পাড়ার বাসীন্দা আব্দুস সালাম জানান, বিকালে সোনালী ব্যাংক এলাকার নজরুল মুদি দোকানি আমার নিকট থেকে লবণের দাম ১০ টাকা বেশী নেয়। পরে আমি ছাত্রলীগ ও পুলিশকে বলেদেব বললে তিনি আমার ১০ টাকা ফেরত দেন। এ বিষয়েচৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, লবণ নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রচারণা চালাচ্ছি। এছাড়াও কেউ অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে কি না- সে বিষয়ে নজর রাখছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, লবণ নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং গুজবে কেউ কাননা দেন সে জন্য শহরে মাইকিং করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত রাত ৮.৪০মিঃ অবধি প্রশাসনের মাইকিং চলছিল।
চৌগাছায় লবণ গুজবের বিরুদ্ধে ছাত্রলীগের অভিনব প্রতিবাদ 71NEWS24
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: