যশোরে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম “মানবতার হাত” উদ্বোধন 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর : বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকায় বন্ধনের উদ্যোগে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম “মানবতার হাত” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। “মানবতার হাত” কার্যক্রমের উদ্বোধন ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি পুলেরহাট বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু সাইদ, বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম রাজন, অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মফিজুর রহমান চাকলদার, আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোহন আলী, ক্যাশিয়ার আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য আহাদুল করিম সোহেল, রুহুল আমিন, সদস্য মাসুদ গাজী, আব্বাস, শান্ত, টুটুল, রমজান, ইমন রহমান, বাবু, জুয়েল, জহির, সোহাগ, ইসহাক, বাদশা, সাইদুল, হাবিবুর, সাকিব, সাঈদ, ইউনুস আলী, সোবহান, তোজাম, মিলন, বিশিষ্ট্য ব্যবসায়ী কাজী আলিম রেজা, আব্দুর রহিম. ইমরান খান, সাব্বির, সজিব, মুন্না, ইমন, সজিব হোসেন, শান্ত, সুজন, মিরাজ, আফজাল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বা উদ্বোধক তার আলোচনায় বলেন বন্ধনের এই সামাজিক আয়োজন, শুধুমাত্র কাপড় চোপড়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, রোগীর সেবা করা, ঔষধ বিতরণ করাসহ সামাজিক নানাবিধ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা। বন্ধনের মত এই ধরনের অনেক সংগঠন হওয়া উচিত এবং অসহায়দের পাশে দাড়ানো উচিত, বন্ধনের কার্যক্রম শুধুমাত্র এই এলাকায় সীমাবদ্ধ না রেখে শহরের বিভিন্ন জায়গায় বা শহরের বিভিন্ন মানুষের কাছ থেকে এমন কার্যক্রমের জন্য সাহায্য নিয়ে মানুষের সেবা করা সম্ভব এর জন্য দরকার উদ্যোগের। আর এই উদ্যোগ নিতে পারে এই সময়ের যুব সমাজ। যুব সমাজ সংগঠিক হও ও ভালো কাজ করো এবং খারাপ কাজের সাথে না জড়িয়ে ভালো কাজের সাথে থাকো। এই কাজে নিজের আত্মার তৃপ্তি পাওয়া যায় এবং মানুষের অনেক উপকার হয়।

Please follow and like us: