যশোরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ যশোর অফিস : যশোরে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ সোমবার ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মূল কার্যক্রম শুরু হয়। তারপর বিজয় স্তম্ভে শ্রদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, কুচকাওয়াজ, সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

 

সকাল ৮টায় শহরের মণিহার এলাকাস্থ বিজয়স্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ ও ত্যাগ স্বীকারকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে যশোরবাসী। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হকসহ যশোর শিক্ষাবোর্ড, বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ পাঠ করা হয়। এরপর শামস-উল-হুদা স্টেডিয়ামে সকাল ৯টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

এরপর দুপুর ১২ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের টাউন হল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও পুলিশ সুপার মঈনুল হক। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও যশোর সদর উপজেলার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী স্বপন।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা শিশু কর্মকর্তা সাধন কুমার দাস। টাউনহল মাঠে চলচিত্র প্রদর্শনীসহ দিনভর বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা শিল্পকলা একাডেমির আয়োজন শিশুদের কবিতা আবৃত্তির চিত্রাংকন প্রতিিিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কাজী নাবিল আহমদ এম পি।

 

 

এছাড়া যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এএমএইচ আলী আর রেজা। পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শন কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বস শাহীন আহমেদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও শিক্ষাবোর্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল।

 

সরকারি এমএম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন। প্রফেসর মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক জিল্লুল বারীর সঞ্চলনায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুল হাকিম বিশ্বাস ও সহকারী অধ্যাপক মুকুল হায়দার।

 

সরকারি সিটি কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জোবাইদা গুলসান আরা ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনওয়ার হোসেন।

 

সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ইকবাল আনোয়ার।

Please follow and like us: