শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল: যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় রূপা জব্দ করা হয় ।
জব্দকৃত রুপার সিজার মুল্য ১২ লাখ টাকা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Please follow and like us: