যশোরে মাদকাসক্ত ছেলের হাতে মা বাবা খুন 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোরের চৌগাছায় নেশার টাকা না পেয়ে পিতা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগমকে (৫৫) কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করেছে মাদকাসক্ত পুত্র মিলন হোসেন (২৫)। মহিরউদ্দিন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত তোয়াক্কেল হোসেনের পুত্র। মর্মান্তিক জোড়া খুনের ঘটনায় স্থানীয়রা মিলনকে দৌড়ে রাজাপুর-বর্ণি মাঠের মধ্য থেকে দুপুরে আটক করে পুলিশে দিয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে হত্যাকান্ডের শিকার বৃদ্ধ ও বৃদ্ধার বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সময়ে তাদের বড় ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তার পিছু নেয়। পরে দুপুর একটার দিকে গ্রাম থেকে তিন/চার কিলোমিটার দুরের একটি মাঠের মধ্য থেকে আটক করে পুলিশে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দু’ুজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ পড়ে আছে। তাদের ছেলে মিলনই হত্যা করে পালিয়ে যাওয়ার পথে গ্রামবাসির হাতে আটক হয়। মিলন আগে থেকেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য পিতা ও মাতাকে মারধর করতো। ছেলেটির একমাত্র ছোটভাই লেখাপড়ার জন্য বাড়ির বাইরে থাকার সুযোগে সে এভাবে পিতা-মাতাকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি আরও বলেন, মিলন বছর পাঁচেক আগে গ্রামের খাইরুল নামে এক ব্যক্তিকে একাই কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। ওই মামলার আসামি হিসেবে জেলও খেটেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব হত্যাকান্ডের বিষয়টি নিশ্চত করেছেন। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please follow and like us: