আবু তাহের, বসুন্দিয়া প্রতিনিধি ঃ যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের শিক্ষা সহায়ক ও সমাজসেবী ২টি সংগঠন ‘আলোকিত জয়ান্তা ও পাশে আছি আমরা’র মধ্যে প্রতিযোগিতা মূলক ক্রিকেট টুর্ণামেন্ট আজ সোমবার বিকাল ৩টায় জয়ান্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। নেশা কোন ফ্যাশন নয়, নেশা সর্বনাশা’ শ্লোগানে বসুন্দিয়া উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ছাত্র ও যুব সামাজের উন্নয়নের লক্ষ্যে পাশে আছি আমরা’ সংগঠন এবং আলোকিত জয়ান্তা’র মধ্যাকার প্রতিযোগিতা মূলক ক্রিকেট টুর্ণমেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন প্রেসক্লাব বসুন্দিয়ার দপ্তর সম্পাদক দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি আবু তাহের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও জাতীয় দৈনিকের কলামিস্ট রাসেল হোসেন। উভয়দলের দলনেতা যথাক্রমে মনোয়ার মোর্শেদ ও আবু বক্কর অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে স্ব-স্ব দলকে পরিচালনা করেন। টসে জয়লাভ করে পাশে আছি আমরা প্রথমে ফিল্ডিংএর সিদ্ধান্ত নেয়। ১৪ ওভারের এখেলায় পাশে আছি আমরা ৮ উইকেটে আলোকিত জয়ান্তাকে পরাজিত করে। ক্রড়ীানুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত জয়ান্তা’র সভাপতি মোঃ নাজিম উদ্দীন, পাশে আছি আমরা’র পরিচালনা পর্ষদের আহবায়ক ফারদিন ইসলাম আবির, সদস্য সাদিকুর রহমান তমাল, সোহাগ হোসেন, মুস্তাফা মুজাহিদ, আরিফুল ইসলাম, বুরহান উদ্দীন, মাহফুজ হোসেন, আরফান সাগরসহ প্রায় ৫০জন সদস্য ।