ঝিকরগাছায় আন্তর্জাতিক কারাতে চাম্পিয়নশীপের উদ্বোধন

http://www.71news24.com/2019/03/18/1128

 

ঝিকরগাছা (যশোর) অফিস: যশোরের ঝিকরগাছা কারাতে এসোসিয়েশন আয়োজিত ওয়ালটন তৃতীয় আন্তর্জাতিক কারাতে চাম্পিয়নশীপ উদ্বোধন করা হয়েছে।এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলংকা, ভুটান ও জাপানের ১৫০ জন প্রতিযোগী ৫০ ইভেন্টে অংশ নিচ্ছেন।

আজ শুক্রবার দুপুরে ঝিকরগাছা বিএম হাইস্কুল চত্বরে দু্ই দিনের এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে উদ্ভোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

উপজেলা চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্তি দায়িত্বে) সাধন কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও থানার ওসি আব্দুর রাজ্জাক।

উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারাতে চাম্পিয়নশীপের টেকনিক্যাল ডাইরেক্টর হুমায়ুন কবির জুয়েল, জাপানি কোচ তেসতুরা কিতামোরা, প্রতিযোগিতার সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত ) শেখ আবু হেনা মিলন, এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভপতি শামীম রেজা, আব্দুর রহিম মৃধা, জাফিরুল হক,শারস্বতী চক্রবর্তী এছাড়াও
ইমরান হাসান টুটুল,
রোজিনা খাতুন, মিনা রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, মিলন কবির,
সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এম আর মাসুদ ও ফারিহা জেবা।

Please follow and like us: