শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪. ডেক্সঃ
যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ স্কুল সংলগ্ন মুজুমদার পাড়া রেল লাইনের পাশে পড়ে রয়েছে ২ গরুচোরের লাশ আর একজনের লাশ রয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জনি শেখ পিতা ওহাব শেখ নামে আর একজনকে জনতা আটক করে সে পুলিশ হেফাজতে হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে গরুচুরিতে ব্যবহৃত পিকাপ গাড়িটির ড্রাইভার।
জানা গেছে, রাত ৪টায় দিকে সংগবদ্ধ গরুচোরের দলটি যশোর সদর উপজেলার গাইদ গাছি গ্রামের মোঃ খোরশেদ হোসেন পিতা মোঃ আবুল বাশারের ঘোয়াল ঘরের তালা ভেংগে তিনটি গরু চুরি করে নিয়ে পালানোর সময়ে স্থানীয় মসজিদের মাইকে গরু চুরি হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। মুহুর্তে মধ্য জনতা চারিদিক থেকে ঘেরোয়া করে ফেলে এবং প্রেমবাগ স্কুল সংলগ্ন মুজুমদার পাড়া রেল লাইনের নিকট তিন জনকে গরুসহ দেখতে পেয়ে গণপিটুনি দেয় এতে ঘটনা স্থলে দুই গরুচোরের মৃত্যু ঘটে, পরে পুলিশ ঘটনা স্থলে এলে দেখতে পায় অচেতন অবস্থায় একজন পড়ে রয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎধীন অবস্থায় সে মারা যায়। পরে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ মর্গে পাঠাতে নির্দেশ দেন।