যশোরে ডিবির অভিযান ; সাত চোর আটক71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর অফিস:  বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরিতে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনি ও রোববার যশোর, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, গত ১২ জানুয়ারি যশোরের বাঘারপাড়া উপজেলার বল্লামুখ এলাকার গ্রামীণফোন লিমিটেডের টাওয়ার থেকে ৫২ পিস উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি চুরি হয়। যার মূল্য প্রায় ছয় লাখ টাকা। এ ঘটনায় বাঘারপাড়া থানায় ২২ জানুয়ারি একটি মামলা হয়। এরপর ডিবি পুলিশ মামলাটি তদন্ত শুরু করে। ডিবির দুটি টিম গত শনিবার ও রোববার যশোর, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে অভিযান চালিয়ে হারুন অর রশিদ মিঠু (৩৮), মেজবাহউদ্দিন মিরাজ (৩২), মোস্তাফিজুর রহমান রিমু (২৭), রাকিবুল ইসলাম চঞ্চল (৩৮), আব্দুর রহিম (৫৯), নিজামউদ্দিন (৩৬) এবং খাইরুল ইসলাম (৩০) নামে সাতজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান, ১০০টি ব্যাটারি, ব্যাটারির ৪৯টি সার্কিট, ২২টি কুলিং ফ্যান, টাওয়ার রুমের তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা গ্রামীণফোনসহ বিভিন্ন সেল কোম্পানিতে টাওয়ার ম্যানেজমেন্ট কাজে কর্মরত ছিলেন। চাকরি চলে যাওয়ার পর থেকে তারা সংঘবদ্ধ হয়ে চুরি শুরু করেন। তারা চোরাই ব্যাটারি এবং ব্যাটারির শিসা গলিয়ে এজেন্টের মাধ্যমে বিভিন্ন ব্যাটারি কোম্পানিতে বিক্রি করে থাকেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডিবির ওসি মারুফ আহম্মদ, এসআই শামিম হোসেন, এসআই সোলায়মান আক্কাস, এসআই অরুণকুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us: