৯ দিন পর গরু ব্যবসায়ীর লাশ ফেরত দিল বিএসএফ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত পথে ভারতে গরু আনতে গিয়ে সীমান্তরক্ষী বিএসএফের হাতে শারিরীক নির্যাতনে হত্যার শিকার হানেফ আলীর লাশ ৯ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

 

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে লাশ ফেরত দেওয়া হয়। এসময় বিজিবি,ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মীরা সীমান্তে উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ জানুয়ারি বেনাপোল সীমান্তের অগ্রভুলট দিয়ে ভারতে গরু আনতে যায় হানেফ।

 

এসময় সীমান্তক্ষী বিএসএফ সদস্যা তাকে ধরে নিয়ে শারিরীক নির্যাতন করে হত্যা করে। বিষয়টি নিহতের পরিবারের সদস্যরা জানতে পেরে বিজিবিকে জানায়।

 

পরে বিজিবি বিএসএফের সাথে পতাকা বৈঠক করে। এসময় বৈঠকে বিএসএফ জানায় লাশ সনাক্ত হলে ফেরত পাঠানোর চেষ্টা করবে।

 

লাশ গ্রহনকারী হানেফের চাচা শহিদুল ইসলাম জানায়, হানেফকে বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করে হত্যা করে বিএসএফ। অনেক চেষ্টা করে ৯ দিন পর তারা লাশ ফেরত পেলেন।

Please follow and like us: