71news24 যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জুয়েল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত জুয়েল একজন সন্ত্রাসী ও আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলায় আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাত তিনটার দিকে যশোর-মাগুরা রোডের হাশিমপুর বাজারের অদূরে গুদামের সামনে এ ঘটনা ঘটে।
হোসেন আলী যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি তিনি।
জানা গেছে, যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে পাশে দুইদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলার খবর পেয়ে যশোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। কিছু সময় পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুদামের পাশে গুলিবিদ্ধ অবস্থায় জুয়েলকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে কোতয়ালি থানার এসআই হায়াত মাহমুদ তাকে উদ্ধার করে বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম পুলিশের সঙ্গে গোলাগুলিতে জুয়েল নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জুয়েল আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলায় আসামি। মামলা নম্বর ৭৫।