মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই কৃষক আহত 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

মোঃ মেহেদী হাসান :
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মনিরুল ইসলাম মনির (৩৫) ও জাহিদুল ইসলাম (২৪) নামে দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের সম্বলডাঙ্গা বিলে ঘটনাটি ঘটে। আহত জাহিদুল ইসলাম স্থানীয় শ্রীপুর গ্রামের মোহাম্মদ গাজীর এবং মনির মৃত আবু খাঁর ছেলে। সম্পর্কে তারা ভগ্নিপতি ও শ্যালক। তারা দু’জনেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজন ও পুলিশ জানান, বোরো চাষের লক্ষ্যে মনির ও জাহিদ শুক্রবার রাতে সম্বলডাঙ্গা বিলে জলাবদ্ধ ক্ষেতের পানি সেচে পাশের খালে দিচ্ছিলেন। রাত একটার দিকে হঠাৎ ৪-৫ জন বিলে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে পেট, গলা ও মাথায় গুলিবিদ্ধ হন মনির ও জাহিদ। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা বলছেন, কেশবপুর এলাকার জনৈক মাসুদ সম্বলডাঙ্গা বিলে ঘের করার জন্য এলাকার কয়েকজনকে সাথে নিয়ে বহুদিন ধরে চেষ্টা করছে। মনির ও জাহিদুল ঘের করার জন্য তাদের জমি দিতে চাচ্ছিলেন না। এই নিয়ে ২-৩ দিন আগে মনির ও জাহিদুলের সাথে তাদের বাকবিতÐ হয়। তারই সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে শনিবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা মিলেছে। আহত দুইজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।

 

Please follow and like us: