একাত্তর নিউজ, যশোর অফিস: বসুন্দিয়ায় প্রথমবারের মতো শুরু হলো অমর একুশে বই মেলা। বসুন্দিয়া টিসার্স এসোসিয়েশন এর আয়োজনে এবং একুশে বই মেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম। বণার্ঢ্য উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একুশে বই মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনাব হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য তরুলতা বেগম, সদস্য ইমরান হোসেন, বসুন্দিয়া টিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আক্তারুল আলম, অর্থ সম্পাদক প্রভাষক জনাব মোঃ নাজিম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দিপংকর দাস রতন ও হারুন অর রশীদ, আয়োজক কমিটির নেতা শেখ গফ্ফার রহমান, আহম্মেদ রাজু প্রমুখ মঞ্চে আসন গ্রহন করেন। সংগীত পরিবেশন করেন মোয়াজ্জেম হোসেন স্বপন, মনিরুজ্জামান মুকুল, বিন্দু কিশোর, পপি সরকার, গিয়াস উদ্দিন,হাবিবুল আহসান বাবলু ও বাসনা রায়। সভার শুরুতে সোহেল আরমান নবাবের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এই বই মেলা উদ্বোধনের মাধ্যমে বসুন্দিয়াবাসীর দীর্ঘদিনের আশা পূর্ণ হলো। সাথে সাথে এক নতুন ইতিহাসের জন্ম হলো।