আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) অফিস : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিগত ৩১ ডিসেম্বর ২০১৭ সালে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরই ধারাভাহিকগতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও অতিরিক্ত দার্য়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আইসিটি অফিসার মো: মঈনুল ইসলাম, পানিসার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নওশের আলী, সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার উদ্দিন, উপজেলার বীরমুক্তিযোদ্ধা আহবায়ক কমিটির সদস্য উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আহবায়ক বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা জবেদ আলী, সদস্য বীরমুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মিস্ত্রি, বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান তুতা, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জাফিরুল হক, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি শামসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান বিশ্বাস।