করোনাভাইরাসঃ প্রধানমন্ত্রীর কাছে হিমুর খোলা চিঠি -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

 

একাত্তর নিউজ, ঢাকা অফিসঃ  

 

বরাবর,

মাননীয় প্রধানমন্ত্রী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃ করোনা ভাইরাস COVID-19 মোকাবিলায় দেশের বিত্তবান, ব্যবসায়ী ও পেশাজীবীদের সহযোগিতার আহবান প্রসঙ্গে।

——————————————–

★’বসুন্ধরা গ্রুপকে’ কে বলুন ডাক্তার ও নার্সদের জন্য ১০ লাখ সেট ppe দিতে এবং রোগীদের জন্য নগত অর্থ বরাদ্দ দিতে।

★’বেক্সিমকো’ কে বলুন ১ কোটি উন্নত মানের সার্জিক্যাল মাস্ক দিতে এবং অসুস্থদের বিনামূল্যে ওষুধ দিতে।

★’স্কয়ার’ কে বলুন ৫০ লাখ হ্যান্ড স্যানিটাইজার ও অসুস্থদের বিনা মুল্যে ওষুধ দিতে।

★’অন্যান্য ছোট বড় ওষুধ কোম্পানি গুলোর লিস্ট করে যার যা সামর্থ আছে তাদের সেই ভাবে অর্থ আদায় করেন।

★’ইউনিলিভার’ কে বলুন ৫০ লাখ হ্যান্ড ওয়াশ দিতে।

★’WALTON’ কে বলুন ৫০ কোটি টাকা নগত অর্থ দিতে।

★’এস আলম’ কে বলুন ৫ লাখ টেস্টিং কিট এনে দিতে এবং নগত অর্থ দিতে।

★’মুসা বিন শমসের’ কে বলুন ফান্ডে ১০ কোটি ডলার দিতে।

★’প্রাণ গ্রুপ’ কে বলুন ২০ লাখ দরিদ্র পরিবারের ৩ মাসের চাল, ডাল, আলু ও তেল এর দায়িত্ব নিতে।

★’পারটেক্স গ্রুপ’ কে বলুন ২০ হাজার হসপিটাল বেড দিতে।

★’আকিজ গ্রুপ কে বলুন ১০ কোটি টাকা নগত অর্থ দিতে।

★’সেনাবাহিনী’ কে বলুন সব কয়টা হোটেল র‌্যাডিসন সরকারের নিয়ন্ত্রণে দিতে (প্রয়োজনে হাসপাতালে পরিণত করার জন্য)

 

★’বিজিএমইএ’ কে বলুন গার্মেন্টস কর্মীদের ৩ মাসের অগ্রিম বেতন দিয়ে তাদের ছুটি দিতে।

 

★”বেসরকারি ব্যাংকগুলোকে বলুন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিতে।

 

★”গ্রামীনফোন, রবি, বাংলালিংক, টেলিটক কে বলুন আগামী ৩ মাসের জন্য কলরেট ১০ পয়সা/মিনিট, এমবি অল্প মূল্যে করে দিতে এবং ত্রাণ তহবিলে দেশের মানুষের কল্যানে নগত ৫০০ কোটি টাকা অর্থ বরাদ্দ দিতে।

 

★”দেশের প্রতিষ্ঠিত ছোট, বড় সব কোম্পানি গুলোকে লিস্ট করে তাদের আয় অনুসারে অর্থ বরাদ্দ দিতে বলুন।

 

★”উচ্চ বিত্তবান ও বিত্তবান তালিকা করে বলুন দেশের সাধারণ জনগণ ও দেশের কল্যানে তাদের অর্থ বরাদ্দ দিতে।

 

★”সুবিধা ভোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাবেক মন্ত্রী, এমপি ও বর্তমান মন্ত্রী, এমপিদের লিস্ট করুন এবং তাদের বলুন দেশের কল্যানে তাদের অর্থ বরাদ্দ দিতে।

 

★”খ্যাতিমান ডাক্তার, খেলোয়াড়, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের লিষ্ট করুন এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করুন দেশের জনগনের কল্যানে।

 

★”উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও আমলাদের লিস্ট করুন, তাদের এবং তাদের ফ্যামিলির ব্যাংক একাউন্ট তদন্ত করুন। অতিরিক্ত উৎসের অর্থ সব জব্দ করে ক্রান্তিলগ্নে দেশের কল্যানে ব্যয় করুন।

 

★”নিম্ন ও মধ্যে আয়ের ভাড়াটিয়াদের প্রত্যেক বাড়িওয়ালাকে ২ মাসের ভাড়া মওকুফের বাধ্যতামূলক নোটিশ জারি করুন এবং সকলের জন্য সরকারের পক্ষ থেকে, পল্লি বিদ্যুৎ এর পক্ষ হতে ৩ মাসের বিদ্যুৎ বিল, পানি ও গ্যাস বিল সবার জন্য বিনা শর্তে মওকুফ করুন।

 

★” দেশের দায়িত্ব প্রাপ্তদের বলুন সঠিক দায়িত্ব নিয়ে কাজ করতে এবং মিডিয়াতে বেশি কথা না বলে মনোযোগ সহকারে সঠিক কাজ করতে এবং তাদের আলাদা গোয়েন্দা নজরদারিতে রাখুন।

 

মানুষ বাঁচলে ব্যবসা পরেও করা যাবে। মানুষ না থাকলে এরা কনজিউমার কোথায় পাবে? সুতরাং তাদের নিজেদের এবং জাতির স্বার্থে এসব দায়িত্ব নিতেই হবে।

 

জাতির এ ক্রান্তিলগ্নে এরা যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে এদের ব্যবসা-বানিজ্য ও অন্যান্য সুবিধা ‘লকডাউন’ করে দিন।

 

সর্বোপরি, দল-মত, পক্ষ-বিপক্ষ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আসন্ন মহাদুর্যোগ মোকাবিলায় সমস্ত শক্তি নিয়ে শক্ত হাতে জাতিকে নেতৃত্ব দিন। সমগ্র জাতি আপনার সাথে থাকবে। ইনশাআল্লাহ।

“সুস্থ জাতি, সমৃদ্ধ দেশ।

আমাদের দেশবাসী, তথা সমগ্র মানব জাতিকে মহান আল্লাহ পাক করোনা ভাইরাস ও অন্যান্য ব্যাধি থেকে রক্ষা করুন। আমিন।

——————————

মোঃ মিজানুর রহমান হিমু।

২৫/০৩/২০২০ইং।

জয়বাংলা।

 

 

Please follow and like us: