গভীর রাতে হতদরিদ্রের বাড়িতে হাজির বসুন্দিয়ার চেয়ারম্যান রাসেল-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস:   সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনের জন্য সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরে বসুন্দিয়া ইউনিয়ন ও  এর ব্যতিক্রম নয়।

তাই এই হতদরিদ্র মানুষদের বাড়িতে গভীর রাতে  নিজে ভ্যান চালিিয়ে খাবার সামগ্রী নিয়ে হাজির হলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানবতার  ফেরিওয়ালা রিয়াজুল ইসলাম খান  রাসেল।

নিজ হাতে ১০০ পরিবারের মধ্যে এই খাবার সামগ্রী বিতরণ করেন তিনি।

শনিবার দিবাগত রাত ১১ঃ৩০ টার দিকে ইউনিয়ন পরিষদের কয়েকজন  সদস্য কে সাথে নিয়ে, সদু ল্যপুুর, কেফাতনগর ও আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে অতি দরিদ্রদের মধ্যে এই ব্যাগ ভর্তি খাবার বিতরণ করা হয়। বিতরণকৃত খাবার সামগ্রির মধ্যে ছিলো চাউল, ডাল, তেল এবং সাবান।

এসময় চেয়ারম্যান রাসেল বলেন, প্রধানমন্ত্রীর নির্দদেশনা অনুযায়ী আমরা অতিদরিদ্র, দিন মজুুর অথবা আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দূর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

 

তিনি বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।

Please follow and like us: