রামনগরে লাইফের অব্যাহত মানবিক সহায়তা । একাত্তর news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক : সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়। এই হতদরিদ্র মানুষদের মধ্যে নিজ উদ্দ্যোগে খাবার সামগ্রী নিয়ে পূর্বের মত হাজির হলেন যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহমুদ হাসান লাইফ ।

 

বুধবার বিকালে রামনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিত্র সিংগা, সিরাজ সিংগা তরফদার পাড়া,হাতিয়ার হাট সর্দার পাড়া,সিরাজ সিংগা ও গাজী পাড়া বাবুর দোকানে চাল, ডাল, পিঁয়াজ , আলু , তেল , সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিজ হাতে ৪৫ টি পরিবারের মধ্যে বিতরণ করেছেন।

 

লাইফ বলেন, আমার উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে। গতকাল ৮ নং ওয়ার্ডের ৪৫ টি পরিবারের মাঝেও মানবিক সহায়তা প্রদান করেছিলেন তিনি।

এ নিয়ে মোট ৯০ টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছালেন লাইফ। লাইফ আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে।

 

বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

 

Please follow and like us: