এলাকাবাসীর উদ্যোগে রামনগর বিহারীক্যাম্পে ত্রান বিতরণ

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি:
যশোর সদরের রামনগর ইউনিয়ানের ৩নং ওয়ার্ড বিহারী ক্যাম্প পিকনিক কর্নার এলাকাবাসীর উদ্যোগে করোনাভাইরাসে লক ডাউনে থাকা কর্মহিন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার প্রত্যায় কিন্ডারগার্টেন স্কুলে ওয়ার্ড যুবলীগ সভাপতি আশিকুর রহমান’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করেন, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির।
এসময় উপস্হিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের কৃষি বিষদায়ক সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম ভূট্রো,শাহী মসজিদের সভাপতি শহিদ আল-মামুন,খানকাহ শরিফের পিরজাদা হাজি মাকছুদ আহম্মাদ, বণিক কমিটির সভাপতি সেলিম রেজা বাবলু,হাজি ফয়েজুর রহমান,আজগর আলী,কামরুদ্দিন,ইউনিয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পলাশ বিশ্বাস,আব্দুস সাওার,রমজান গাজী,এনায়েত হোসেন, পারভেজ আলম ভোলা,ইলিয়াজ হোসেন,
যুবলীগনেতা মামুন হোসেন হীরা,বাবলুর রহমান,সোহাগ হোসেন,
ছাএলীগ নেতা রাজা আহম্মদ,ফরহাদ হোসেন,মিজানুর রহমান প্রমুখ।বক্তব্যে ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন,আমার ওয়ার্ডে নিজ অর্থায়নে চাল,ডাল,আলু,তেল,ওসাবান,যতটা সস্বব অসহায় মানুষের দেয়ার চেষ্টা করছি। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ইমামুল কবির বলেন সরকারের পাশাপাশি সমাজের বিওবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

Please follow and like us: