মনিরামপুরে অগ্নীর অর্থায়নে ৮ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

নাসির উদ্দিন নয়ন, কুয়াদা (যশোর) প্রতিনিধি :
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মনিরামপুরে দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী নীরবে পৌঁছে দিচ্ছেন একঝাঁক মানবতার সেবক। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার সেলিম অগ্নির নিজ অর্থায়নে এসব সেবক উপজেলার প্রায় আট হাজার পরিবারের মাঝে বিভিন্ন পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার টার্গেটে মাঠে নেমেছে। ইতোমধ্যে প্রায় সাত হাজার পরিবারের মাঝে পৌঁঁছে দেওয়া হয়েছে বলে ইফতেখার সেলিম অগ্নি জানিয়েছেন। তিনি জানান, দলমত নির্বিশেষে দ্ররিদ্র পরিবারের মাঝে পণ্যসামগ্রী বিতরণ করা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গত ২৬ মার্চ থেকে প্রতি পরিবারের জন্য পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু এবং আধা লিটার তেল বিতরণ করা হচ্ছে। আর এ জন্য তিনি বেছে নিয়েছেন প্রতি ইউনিয়ন থেকে কিছু স্বেচ্ছাসেবক এসব ব্যক্তি নিজেদের স্বাস্থ্য সুরক্ষা করে রাতদিন আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন।
অগ্নির দেওয়া তথ্য মতে রোহিতা ইউনিয়নে আতিয়ার রহমান, কাশিমনগরে ইদ্রিস আলী, ভোজগাতীতে শোভন এবং সঞ্জয়, ঢাকুরিয়ায় মিজানুর রহমান, হরিদাসকাটিতে নিছার আলী, মনিরামপুর সদরে আবদুল মোমিন, খেদাপাড়ায় শামছুজ্জামান শান্ত, হরিহরনগরে সোহরাব হোসেন, ঝাঁপায় আসাদুজ্জামান, মশ্মিমনগরে অ্যাডভোকেট এমএ গফুর, চালুয়াহাটিতে বজলুর রহমান, শ্যামকুড়ে আবু দাউদ, খানপুরে রাকিব হোসেন, দুর্বাডাঙ্গায় আলতাফ হোসেন, কুলটিয়ায় মিজানুর রহমান, নেহালপুরে রফিকুল বারী, মনোহরপুর ইউনিয়নে হাফিজুর রহমান এবং পৌর শহরে জাহাঙ্গীর হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল করিম ও জেলা ছাএদল নেতা দেলোয়ার হোসেন হিমু,যশোর সদরের রামনগর ইউনিয়নের দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে পণ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বর্তমান করোনা মহামারিতে দরিদ্র মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ইফতেখার সেলিম অগ্নি জানান, তার আশা সমাজের সব বিত্তশালী আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন।

Please follow and like us: