বসুন্দিয়ায় আমেরিকা প্রবাসী রনির সহযোগীতায় ১১৮টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস:

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড জঙ্গলবাধাল গ্রামের আমেরিকা প্রবাসী এবং পিতা আনোয়ারুুল হক ফাাাউন্ডেশনের নামে চ্য্যারিটি প্রতিষ্টানের কর্নধর নাজমুল হক রনি গ্রামের হত দরিদ্র ১১৮ পরিবারের মাঝে তার সহদর  শামিমুল হক মনিি ও আসাদুল হক টনির মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরন করেন গতকাল শুক্রবার।    খাদ্য  সামগ্রীর মধ্য চাল,ডাল, তেল,পিয়াজ ছিল।

করোনার প্রভাবে বিপর্যস্ত অসহায় মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন  রনির ভাই । প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মহীন অসহায় মানুষদের বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার বিতরণ করছেন তারা ।

নাজমুল হক রনির দুুই ভাই  টনি ও মনি বলেন, করোনাভাইরাসের এমন দুর্যোগময় মুহূর্তে জনগণের ঘরে থাকা জরুরি। কিন্তু এ এলাকা দেশের অন্যান্য স্থানের চেয়ে ভিন্ন। গ্রামের খেটে খাওয়া মানুষ সাধারণ ছুটিতে খুব কষ্টে আছেন। তারা খাবারের সংকটে আছেন। এমন অবস্থায় সাধারণ মানুষের কষ্টে আমার ভাই রনি সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করেছেেন। এবং  ভাই রনির জন্য  দোয়া চেয়েছেন।

এছাড়া আরও বলেন আমরা আওয়ামী ও মুক্তিযোদ্ধা  পরিবারের  সন্তাান  এবং শেখ হাসিনার একজন কর্মী। সুতরাং মানুষের এমন বিপদের দিনে আমি বা আমরা ঘরে বসে থাকতে পারি না। আমার একটাই অনুরোধ, ভয় করবেন না। ভয় মানুষের মনোবল ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ঘরে থাকুন। খাবারের অভাব হবে না। প্রয়োজনে পৌঁছে যাবে। আর আমি বা আমারা সাধ্যমতো সেই চেষ্টাই করছি।

Please follow and like us: