দেশে আরো ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন পূর্বে আক্রান্ত করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৫৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৯০ হাজার ৮ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৪৭ হাজার ১০।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৫ লাখ ৫৩ হাজার ৬০৯ জন। এখনো ১৪ লাখ ৮৯ হাজার ৩৮৯ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Please follow and like us: