মাসুদ রানা,মোংলা :
মোংলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১৬ বস্তা চাল জব্দ করেছিল মোংলা থানা পুলিশ ও উপজেলা প্রমাসন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের বাগেরহাট জেটি সংলগ্ন এলাকায় মোংলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ চাল জব্দ করে। তবে মোংলা থানা পুলিশ তদন্ত করে জানতে পারে জব্দ হওয়া চালগুলো এ অঞ্চলের নয়। এটি খুলনা বিভাগের অন্যা এলাকার বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধূরী বলেন, গোপন সংবাদের সুত্র ধরে মোংলা পুলিশের একটা টহল দল গত মঙ্গবার সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১৬ বস্তা চাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে। আমরা তদন্তপুর্বক জানতে পারি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর এ ১৬ বস্তা চাল খুলনাঞ্চলের অন্য কোন এলাকার খাদ্যগুদামের হতে পারে বলে জানায় তিনি। তিনি আরো বলেন, মোংলা একটি আন্তজাতিক নৌ রুট (ঘষিয়াখালি চ্যানেল) হওয়ায় এখান থেকে দেশের বিভিন্ন স্থানের পন্যবাাহী নৌযানের চলাচল করে। ওই উদ্ধার হওয়া সরকারি চাল পরিবহন কালে কোন চোরা কারবারীরা অসৎ উদ্দ্যেশে নৌযান থেকে এই চাল মোংলার বাগেরহাট জেটিতে নামিয়ে আনছিল।
তবে চোরা কারবারী সিন্ডিকেট দলকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এর সাথে সম্পৃক্ত আসামিদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানায় এ কর্মকতা। উদ্ধার হওয়া ১৬ বস্তা চাল মোংলা এলাকার নয় বলে বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান সাংবাদিকদের তার কার্যালয় ডেকে এ তথ্য জানায়।
পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ১৬ বস্তা সরকারি চাল মোংলার নয় 71news24
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: