যশোরে হু হু করে বাড়ছে করোনা রোগী,আজও ১৫জন শনাক্ত মোট২৯জন -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস:

যশোরে বাড়ছে কারোনা রোগীর সংখ্যা। রবিবার (২৬ এপ্রিল) এক দিনেই ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন।

করোনা বিজ্ঞাপন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ল্যাবে রবিবার আরো ২৭জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৫টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

 

এর আগে শনিবার যশোরে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। মাত্র ৪১ টি নমুনা পরীক্ষা করেই ৯ জনের শরীরের এই মারাত্মক জীবাণুর অস্তিত্ব মেলে।

 

শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৫ জন।

যশোর সদরে ৮জন বাকি ৭জন অন্যান্য উপজেলায় এবং   এখন আজ রবিবার তা বেড়ে যশোর জেলায়  দাঁড়াল ২৯জনে।

Please follow and like us: